ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে মানছে না লকডাউন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ১৫ এপ্রিল ২০২০

পাঁচজন করোনা রোগী শনাক্তের পর করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে গত শনিবার লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে রাজবাড়ী জেলা প্রশাসন। যা গত শনিবার দিবাগত রাত ১২ থেকে কার্যকর হয়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় এই জেলার প্রবেশ পথ। অথচ জেলা প্রশাসনের এ ঘোষণাকে কোন আমলে নিচ্ছে না সাধারণ মানুষ।

লকডাউনের আজ ৪র্থ দিন চলছে। জেলার বিভিন্ন এলাকায় যানবাহন অবাধেই যাতায়াত করছে। শহর ও গ্রামের বাজারগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় না মেনে তারা বাজারে কেনাকাটা করছেন। ওলিতে গলিতেও দেখা গেছে আড্ডা দিতে। সরকারি কোনো নিয়ম ও নির্দেশনাকে তোয়াক্কা না করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে অযথা ঘোরা ফেরা করছে সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের তেমন কোন ভূমিকা চোখে পড়েনি।

এমবি//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি