ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাউফলে ত্রাণের চাল বিক্রির অপরাধে মহিলা মেম্বরকে কারাদণ্ড 

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১৮:১৩, ১৫ এপ্রিল ২০২০

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের এক সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বর) ত্রাণের চাল আত্মসাৎ করেছেন। এতে আজ বুধবার তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত ইপি সদস্যের নাম লিপি বেগম। তিনি অত্র ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি।

উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী জানান, নিজ বসতঘরে ত্রাণের চাল রেখে বিক্রি করছিলেন লিপি বেগম। খবর পেয়ে সেখানে ৪ বস্তা ত্রাণের চালসহ লিপি বেগমকে আটক করে ভ্রাম্যমান আদাল। পরে আতালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এ সময় ঐ ৪ বস্তাচালসহ আরও একবস্তা ভিজিডির চাল ও কয়েকটি খালিবস্তাও উদ্ধার করা হয় বলেও জানান আনিচুর রহমান।

এমএস/আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি