ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে পিস্তুল ও গুলিসহ ২ জন গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৬, ১৫ এপ্রিল ২০২০

যশোরের বেনাপোলে একাধিক মাদক মামলার আসামি সুজন ও তার সহযোগী আলামিনকে একটি ৭.৬৫ এম এম  পিস্তল ও ৩ রাউন্ড  গুলিসহ  গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সুজন বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের কাদের ড্রাইভারের ছেলে ও আলামিন গাজিপুর গ্রামের ঠান্ডুর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল নামাজগ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  তাদেরকে অস্ত্র আইনের মামলায় আসামী করে আদালতে পাঠানো হয়েছে। 
এমএস/

এমএস/আরকে/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি