ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে অসহায়দের মাঝে ছাত্রলীগের সবজি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত : ২১:০৩, ১৫ এপ্রিল ২০২০

জয়পুরহাটে জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দরিদ্র তিন শত জনের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ষ্টেশন রোডে এই সবজি বিতরণ করা হয়, এই কার্যক্রম প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে।

সবজি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওহিদুজ্জামান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকি, উপ-প্রচার সম্পাদক পল্লব, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রাজু, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা চাল, ডাল, আলু, তেল বিতরণ করছে কিন্ত কোন সংস্থায় সবজি বিতরণ করছে না তাই তারা সবজি বিতরণ করছে বলে ছাত্রলীগের নেতারা জানান। তাই অসহায়দের মাঝে কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, লাউ শাক, করলা, বেগুন বিতরণ করছে শাখা ছাত্রলীগ। এ কার্যক্রম চলতে থাকবে জানান শাখঅ ছাত্রলীগের নেতারা। 

এমএস/আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি