ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়িকে অর্থদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৫ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে বড় খোচাবাড়ীহাটে বেশি দামে চাল বিক্রি এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আব বুধবার ঐ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪২)।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড় খোচাবাড়ীহাটে রবিউল নামে ঐ ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছিলেন। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বেশি দামে ক্রয়ের কোন প্রকার রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যাওয়ায় রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এমএস/আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি