ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে আরও ১ করোনা রোগী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৮, ১৫ এপ্রিল ২০২০

রাজবাড়ীতে আরও ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলার ৫টি উপজেলা থেকে আজ বুধবার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ১২৮ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে আজই সংগ্রহ করা হয়েছে ৪৮ জনের নমুনা। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, আজ বিকাল পর্যন্ত ৭৯ জনের নমুনার রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ৭৩ নেগেটিভ এবং ৭ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। পজেটিভ ৫ জনই রাজবাড়ী সদর হাসপাতালে ও ১ জন ঢাকায় ভর্তি আছে। গত মঙ্গলবার যে ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে গাজীপুর থেকে পাংশার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়ার বাসিন্দা ও পাংশা পৌরসভার কুড়াপাড়ার বর্তমান বাসিন্দা এক যুবকের পজেটিভ এবং অন্য ১৫ জনের নেগেটিভ এসেছে। পজেটিভ রোগীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের মধ্যেই আনা হবে। 

মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশেষ করে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে যে সব মানুষ রাজবাড়ীতে এসেছেন এবং এখন খানিকটা অসুস্থ্য রোধ করছেন, তাদেরকে লাজ-লজ্জা ভুলে স্বজন এবং প্রতিবেশিদের বাঁচাতে দ্রুততার সাথে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করা উচিত।’

এমএস/আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি