ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ফেরৎ ৭৬ জন কোয়ারেন্টাইনে

বেনাপাল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫১, ১৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ভারতে আটকপড়া আরও ৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তাদেরকে যশোরের গাজীর দরগাহে প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনে রাখা হয়েছে। বেনাপোল বর্হিগমন (ইমিগ্রেশন) স্বাস্থকেন্দ্রে দেশে ফেরতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে ন্টাইনে নেওয়া হয়। 

আজ বুধবার তারা ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মন্ডল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা রয়েছে ৬ এপ্রিল থেকে যারা ভারত থেকে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাখা হচ্ছে।

করোনার সংক্রমণ রোধে গত ১৭ জানুয়ারি থেকে এ পথে ভারত থেকে আসা দেশ-বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মীরা। তবে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এতদিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছিল। কিন্তু তারা বাড়িতে অনিয়ম করে চলছেন অভিযোগ আসায় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয় সরকার। এ পর্যন্ত ৪৮৭ জনকে বেনাপোল পৌর বিয়েবাড়ি ও যশোরে গাজীর দরগাহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

এমএস/আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি