ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শেরপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬, ১৬ এপ্রিল ২০২০

শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাক টিবি কর্মসূচির এক স্বাস্থ্যকর্মী সহ আরও ৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৩১ বছর বয়সী ব্র্যাক কর্মী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিভি কর্মসূচির ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত বলে জানা যায়। 

এছাড়া শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামের ৬০ বছরের এক নারী ও ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর গ্রামের ২৫ বছর বয়সের আরেক যুবক আক্রান্ত হয়। ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরীর পাঠানো নমুনা পরীক্ষায় তাদের কভিড-১৯ ‘পজিটিভ’ ধরা পড়েছে। 

তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৯ জন। তন্মধ্যে ৪ জন ঝিনাইগাতীতে, সদরে ২ জন, শ্রীবরদীতে ২ জন এবং নালিতাবাড়ীতে ১ জন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সহ আশপাশ এলাকা লকডাউন ঘোষণা করা হলেও পরবর্তীতে রাতে পুরো জেলা লকডাউন ঘোষণা করেন জেলা প্রশসক আনার কলি মাহবুব।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি