টাঙ্গাইলে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত : ১২:৩৬, ১৬ এপ্রিল ২০২০
টাঙ্গাইলে করোনার উপসর্গ (জ্বর, কাশি ও গলাব্যথা) নিয়ে সোনিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে মারা যান তিনি। তার বাড়ি সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘তিনদিন আগে সোনিয়া ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকায় শশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এসময় জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যাথা ও পাতলা পায়খানায় ভুগছিলেন। বুধবার বিকেলে তাকে বাবার বাড়ি সখীপুরের কালিয়া উত্তরপাড়ায় নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রাতেই মারা যান ওই গৃহবধূ।’
তিনি জানান, ‘খবর পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।’
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, ‘ওই নারীর মৃত্যুর পর বাবার বাড়ির সবাইকে অর্থাৎ যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
এআই/
আরও পড়ুন