ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুই হাজার কেজি চালসহ ইউপি সদস্য আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৩, ১৬ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ৯৫০ কেজি চালসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এসময় আরেক চাল বিক্রেতাকেও আটক করে প্রশাসন। 

আটককৃতরা হলেন, খাস কাসকাউলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কার সিদ্দিক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘ইউপি সদস্য রফিকুল ইসলাম তার নিজ বাড়িতে ও জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্কার তার দোকানে সরকারি ১০ টাকা দরের চাল মজুদ করে রেখেছেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় উল্লেখিত চালসহ তাদের আটক করা হয়।’
 
এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, ‘চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। যেখানে অনিয়মের অভিযোগ উঠবে ব্যবস্থা নেয়া হবে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি