ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১৬ এপ্রিল ২০২০

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম  মো. জাকির হোসেন (২৭)। তিনি বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি একই গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. গয়াস মিয়া। 

জানা যায়, বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে নিহত জাকির হোসেনের সাথে প্রতিপক্ষ এবং আটককৃত গয়াস মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই মারা যান জাকির। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি