ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে বড় ভাইদের হাতে ছোট ভাই খুন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ১৬ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:৫৯, ১৬ এপ্রিল ২০২০

বরিশাল ম্যাপ

বরিশাল ম্যাপ

পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইসহ চাচাতো ভাইদের বিরুদ্ধে ছোট ভাইকে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের মা এ অভিযোগ দায়ের করেন। 

বুধবার (১৫ এপ্রিল) রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিহাট থানার ভাষানচর ইউনিয়নের সাত হাজার বিঘা উত্তর খলিসার পাড় এলাকা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মৃতের নাম মোঃ জাফর খান। পিতার নাম ইউনূস খান। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়। বাবুগঞ্জে একটি ড্রেজার মেশিনের শ্রমিকের কাজ করত সে। 

কাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানায়, গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত মৃত জাফরের আপন বড় ভাই শুক্কুরসহ তার চাচাতো ভাইদের সাথে তর্ক-বিতর্ক হয়। এরপর মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনার জের ধরে তার ভাই শুক্কুর, চাচাত ভাই মাইদুল ও কামরুলসহ কয়েকজন মিলে তাকে হত্যা করেছে বলে দাবি করেছেন মৃত জাফরের মা। 

তবে কি নিয়ে মারধরের ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি