ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ঢাকা ফেরত ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১৭ এপ্রিল ২০২০

উত্তরের জেলা নওগাঁয় ঢাকা ফেরত এক ব্যক্তির করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার ভোররাতে মাহবুব আলম (৬২) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় থাকতেন।

জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল সাংবাদিকদের জানান, ‘মাহবুব ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত বুধবার (১৫ এপ্রিল) তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। গতকাল বিকেলে জানার পর তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ভোররাতের দিকে তার মৃত্যু হয়।’ 

যথাযথ নিয়ম মেনে দাফন করা হবে জানিয়ে তিনি জানান, ‘ওই ব্যক্তি আগে থেকেই এজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার রির্পোট হাতে পাওয়ার পরই জানা যাবে।’ 

মাহবুবের মৃত্যুতে ওই পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি