ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

একুশে টিভির জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২২, ১৭ এপ্রিল ২০২০

একুশে টেলিভিশনের ২০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে অসহায়দের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। টেলিভিশন সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে দ্বিতীয় দফায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী পালনের গচ্ছিত টাকায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ১৫০টি পরিবারের মাঝে ডাল, ডিম, ময়দা, আলু, লবণ ও সাবান বিতরণ করা হয়। 

তবে হাতে হাতে নয়। মাঠের এক পাশে ফোরামের সাজিয়ে রাখা এসব খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো ১০ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরাই একটি করে তুলে নেয় অভাবীরা। 

এর আগে স্বেচ্ছাসেবীরা সামাজিক দূরুত্ব বজায় রাখতে পুরো মাঠজুড়েই নির্দিষ্ট সীমারেখা একে দেন। সে অনুযায়ী অসহায় মানুষদের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করানো হয়। এসময় সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়।

ত্রাণ বিতরণকালে একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, সহ-সভাপতি কাজী এহসানুল হক সন্টু, এনায়েতপুর থানার ওসি (তদন্ত) কেএম রাকিবুল হুদা, এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ইসমাইল হোসেন উদয়, ইটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি