ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাবুগঞ্জে শিশুসহ ৫ জনের করোনা শনাক্ত, নারীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫১, ১৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:৫৩, ১৭ এপ্রিল ২০২০

বরিশালে এক শিশুসহ নতুন করে আরও ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের মধ্যে তিনজনই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা ধরা শনাক্ত হয়। এ নিয়ে দক্ষিণের এই বিভাগীয় জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।  

এদিকে, করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে শেবাচিমের করোনা ইউনিটে ওই নারী মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায়। 

এদিকে, তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় শেবাচিমের মেডিসিনি ইউনিট-৩ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ২৪ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। বর্তমানে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি