ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পত্তি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, ৮ এপ্রিল বুধবার রাত আটটার দিকে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) তার ছোট ভাই আলী আহম্মদকে পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আলী আহাম্মদকে প্রথমে সিদ্ধিরগঞ্জের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। 

ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যায় আলী আহাম্মদ। তারা উভয়েই নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।

আলী আহম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি