ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ার গয়ড়া কাঁচা পণ্যের বাজার কলেজ মাঠে স্থানান্তর

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: 

প্রকাশিত : ১৬:৫৯, ১৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত জনপদের অন্যতম বৃহৎ গয়ড়া কাঁচা পণ্যের বাজার শুক্রবার সকাল থেকে চন্দনপুর কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সহায়তায তরিতরকারি, মাছ ও মাংসের কাঁচা বাজার চন্দনপুর ইউনাইটেড  কলেজ মাঠে স্থনান্তর করা হলো। করোনা ভাইরাস সতর্কতায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে অন্যান্য স্থানের ন্যায় এই বাজার চলমান থাকবে বলে  জানা যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিনের কাঁচা বাজার এবং সাপ্তাহিক শুক্রবার ও সোমবারের হাট বাজারের বেচাকেনাও এই  কলেজ মাঠে হবে বলে জানানো হয়। 

কলেজ মাঠের এই সদ্য বসানো বাজারে যেয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকে কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজ  মাঠের গাছ তলায় কাঁচা বাজার, মাছ, মাংস বেচাবিক্রি চলছে। নিয়মমাফিক দূরত্ব বজায় রেখে বিক্রেতারা তাদের কাঁচা সবজি-তরকারির পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারাও দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন। এই কলেজ মাঠে বাজার বসায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি