ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে সনাক্ত ২ জন, লকডাউন ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১৭ এপ্রিল ২০২০

জয়পুরহাটে ২৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের রিপোর্ট নেগেটিভ হলেও দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টা থেকে পুরো জেলা লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে এই দুইজনের রিপোর্ট করোনা সনাক্তের কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।

তিনি জানান, করোনা সনাক্ত দুইজন হলেন- কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।
 
করোনা সনাক্ত হওয়ার পর থেকেই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রন্তদেরসহ তাদের পরিবারকে আক্কেলপুরের গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি