ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় বেশি দামে পণ্য বিক্রিতে ৫৭ হাজার টাকা জরিমানা 

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:৫২, ১৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারনে সরকারি আদেশ অমান্য, বিভিন্ন অনিয়ম ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার সময় শার্শার নাভারনে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

এ সময় নাভারনের বজলুর রহমান কাঠশিখড়া, যাদবপুরের শুকুর আলী, নাভারণ রেল বাজারের রেজাউলকে এক হাজার টাকা করে, দক্ষিণ বুরুজবাগানের শহিদকে দশ হাজার , আরিফকে পাঁচ হাজার , আঃ মজিদকে পাঁচ হাজার , হাবিব ট্রেডার্সকে দশ হাজার, নিউ সাহা স্টোরকে দশ হাজার, ময়না স্টোরকে দশ হাজার ও বারিক স্টোরকে চার হাজার টাকাসহ মোট সাতান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, বিভিন্ন অনিয়ম ও পণ্য সামগ্রীর মূল্য বেশি রাখার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে এবং সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। 

তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে সবাই নিজ বাসায় অবস্থান করুন এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। সন্ধ্যা ৬টার পর সবাইকে ঘরের বাইরে বের হতে মানা করেন। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে বলে জানান।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি