ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টিসিবির পণ্য কালোবাজারে, আ’লীগের ২ নেতা বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ১৭ এপ্রিল ২০২০

জাহাঙ্গীর আলম ও মিলন মাঝী

জাহাঙ্গীর আলম ও মিলন মাঝী

বাগেরহাটের চিতলমারীতে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির দায়ে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল খান ও সাদারণ সম্পাদক পীযুষ কান্তি রায় স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের বিষয় জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, করোনা দুর্যোগের ক্রান্তিকালে দল ও সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানকে তোয়াক্কা না করে মেসার্স মোঃ জাহাঙ্গীর আলম-এর নামে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। সেই সাথে জাহাঙ্গীর আলমকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে টিসিবির পণ্য কালা বাজারে বিক্রিতে জাহাঙ্গীর আলমের সাথে জড়িত থাকার অপরাধে চিতলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। সেইসাথে মিলন মাঝীকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলা সদরের আবির স্টোরে অভিযান চালিয়ে টিসিবির ডিলার মেসার্স মোঃ জাহাঙ্গীর আলম-এর ৯২ লিটার তেল জব্দ করা হয়। ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি