গাজীপুরে রেশন কার্ডের কথা বলে টাকা আদায়ের অভিযোগে আটক ২
প্রকাশিত : ১০:১৬, ১৮ এপ্রিল ২০২০
আটক দুলাল মিয়া ও ওসমান আলী- একুশে টেলিভিশন
সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে দরিদ্র অসহায় দিন মজুরদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও ২ শত করে টাকা নেয়ার হচ্ছে। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীর মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকা থেকে এমন অভিযোগে দুলাল মিয়া ও ওসমান আলী নামের দু'জনকে আটক করে স্থানীয় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মধুমিতা এলাকার প্রায় ৩ শত দিন মুজুরদের গরীবের ব্যাংক সমিতির মাধ্যমে সরকারী রেশন কার্ড করে দেয়ার কথা বলে কাগজপত্র ও টাকা নেন দুলাল।
বিষয়টিতে সন্দেহ হলে স্থানীয়রা গাজীপুর মেট্রোপলিট পুলিশ’র (জিএমপি) টঙ্গীর পূর্ব থানা পুলিশকে দেন। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে।
এমএস/
আরও পড়ুন