ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাষীরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ১৮ এপ্রিল ২০২০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়- একুশে টেলিভিশন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগেয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টা’র দিকে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের ফোরকরা গ্রামের বাদশা ও কালাসহ বেশ কয়েকজন যুবক এসে হুমকি দিয়ে যান। পরে রাতের দিকে আওয়ামী লীগ কার্যালয়ে ফোরকরা গ্রামের কয়েকজন যুবক এসে আগুন দেন এবং চার-পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করেন।

কিছুদিন আগে ফোরকরা ও কাবিলপুর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এর সূত্র ধরেই আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হতে পারে বলে ধারণ করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, ‘যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি