ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকা ডুবি; নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৩:৪৫, ১৮ এপ্রিল ২০২০

এখনও চলছে উদ্ধার অভিযান- একুশ টেলিভিশন

এখনও চলছে উদ্ধার অভিযান- একুশ টেলিভিশন

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার এক নারীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি নদী পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। 
 
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলার কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জন বিভিন্নভাবে তীরে উঠে আসেন। এ ঘটনায় তিনজন নিখোঁজ ছিলেন। পরে আজ সকাল দশটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে উদ্ধার অভিযান শুরু করলে নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধার হয়। তবে এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। 

উদ্ধার অভিযান অব্যাহত আছে বলেও জানান এ কর্মকর্তা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি