ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

লকডাউনের মধ্যেই মাওলানা আনসারীর জানাযায় অর্ধলাখ মুসল্লি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:০৮, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৩৭, ১৮ এপ্রিল ২০২০

আজ শনিবার সকালে এ জানাযা অনুষ্ঠিত হয়- একুশে টেলিভিশন

আজ শনিবার সকালে এ জানাযা অনুষ্ঠিত হয়- একুশে টেলিভিশন

সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। জনসমাগম না করতেও সরকারের নির্দেশনা রয়েছে। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লকডাউন উপেক্ষা করেই প্রায় অর্ধলাখ মুসল্লি খেলাফত মজলিশের জ্যেষ্ঠ নায়েব মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাযায় অংশ নিয়েছেন। আজ শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এ জানাযা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা প্রাঙ্গণ ছাড়িয়ে জানাযার সারি ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ হয়। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসার ছাত্র এবং সাধারণ এতে মানুষ যোগ দেন। জানাযার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু জনসমাগম কমাতে পারিনি। গতকাল থেকে আমরা বিভিন্নভাবে সম্মানিত মাওলানাদের বলেছি। তবে  মানুষজন সচেতন না হওয়ায় এমনটি হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি