ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে ১০ টাকার চাল বিক্রিতে অনিয়মে ৩ জনকে অর্থদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:১৩, ১৮ এপ্রিল ২০২০

রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজার- একুশে টেলিভিশন

রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজার- একুশে টেলিভিশন

রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজারে অবস্থিত ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রির ডিলারসহ আরও দুইজনকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড করেছেন। গতকাল শুক্রবার বিকালে সিংগা বাজারে অভিযান চালিয়ে ডিলার সোহরাব মেম্বার, শহীদ দোকানদার ও ক্রেতা রিক্সাচালক ছলিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।
 
রাজবাড়ী সদর সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান জানান, সিংগা বাজারে গিয়ে কার্ডধারীদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে একজন রিক্সা চালকের কাছে চাল বিক্রি করেন ডিলার। পরে সেই রিক্সা চালক আবার শহীদ দোকানদারের কাছে বেশি দামে চাল বিক্রি করেছেন। এতে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২ এর ৩৯ ধারায় তাদের জরিমানা করা হয়।
 
এ সময় ডিলার সোহরাব মেম্বারকে ৩০ হাজার দোনদারকে ১৫ হাজার এবং রিক্সাচালক ক্রেতাকে ৩ হাজার টাকাসহ মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি