ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে র‌্যাবের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এর আগে জেলার সদর থানা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় ত্রাণ বিতরণ করে র‌্যাব। 

করোনা ভাইরাস এর সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থানরত কর্মহীন গৃহবন্দী খেটে খাওয়া মধ্যবিত্ত, দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে এবার ৫০০ পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা। ফতুল্লার স্টেশন এলাকা, বাবুরাইল এবং ২নং গেইট এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। 

এ বিষয়ে আলেপ উদ্দিন জানান, দিনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছাড়াও লকডাউন মেনে চলার জন্য র‌্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। এ জন্য তারা রাতে ত্রাণ বিতরণ করে আসছে। এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি। 

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি