ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইটিভিতে সংবাদ প্রচারের পর ত্রাণ পেলেন কুলিরা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ১৮ এপ্রিল ২০২০

একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর নাটোর রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলিরা খাদ্য সহায়তা পেলেন। নাটোরের রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলি-শ্রমিকদের ত্রাণ না পাওয়ার প্রতিবেদন প্রচারিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নজরে আসে। এরপর তিনি স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তীকে ডেকে পাঠান।

তার মুখে কুলিদের মানবেতর কাহিনী শুনে সাংসদ শিমুল আবেগ আপ্লুত হন। এরপর ত্রাণ নিয়ে ছুটে যান নাটোর রেলওয়ে স্টেশনে। কারোনা ভাইরাস দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় শতাধিক কুলি-শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।কুলিরাও আনন্দে উল্লসিত হয়ে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের দীর্ঘায়ু কামনা করেন। 

এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে রেলওয়ে স্টেশন পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম,স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী,জেলঅ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, চামড়া ব্যবসায়ী মালিক সমিতিরসহ সভাপতি লুৎফর রহমান লাল্টু,সাবেক সেক্রেটারী সায়দার খান, চামড়া ব্যবসায়ী বাবলু প্রামানিক,নজরুল ইসলাম প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি