ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে শাক-সবজি বিতরণ 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:৪৯, ১৮ এপ্রিল ২০২০

সুনামগঞ্জ পৌর শহরের অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের বিনামূল্যে শাক সবজি বিতরণ করছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। শনিবার  সকালে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে সকাল থেকে কালী বাড়ি তিন রাস্তার মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ শাক সবজি বিতরণ করা হয়। 

শাক-সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সিনিয়র সদস্য আফসার পাপ্পু, জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, এস এ তাহের আলী, রোভারমেট অমিত দাস গুপ্ত, সোহানুর রহমান সোহান, ইয়াছির আহমেদ জাওয়াদ, সাদিকুর রহমান, মো. জুবেল আহমেদ, জুনেদ আহমেদ, সানি প্রমুখ।
কেআই/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি