ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫০, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:০৯, ১৮ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢকোকালি ক্ষেনপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার আদালতের নির্দেশে নিহত গৃহবধূর স্বামী লাজারু সরেনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ঢলোকালি গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত গৃহবধূ ঢকোকালি গ্রামের ডুনু হেমরমের মেয়ে মেরী ওরফে সলমা হেমরম (২৭) ও অভিযুক্ত লজারু সরেনের স্ত্রী।

পুলিশ জানায়, সাত বছর আগে লাজারু সরেনের সঙ্গে মেরী ওরফে সলমা হেমরমের বিয়ে হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। লাজারু সরেন কাজকর্ম না করায় এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো।

গত সোমবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লাজারু সরেন তার স্ত্রী মেরীকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে মেরীকে গুরুতর আহত করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃত্যু হয়।

এঘটনায় মেরীর বাবা তার স্বামী লাজারু সরেনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি