ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বরিশালে নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ১৯ এপ্রিল ২০২০ | আপডেট: ০৯:৩৪, ১৯ এপ্রিল ২০২০

বরিশালের মানচিত্র

বরিশালের মানচিত্র

বরিশালে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন ৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শিক্ষার্থী।

মেডিকেল কলেজটির মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হলে গতকাল শনিবার পাওয়া প্রতিবেদনে কোভিড-১৯ পজেটিভ আসে বলে জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তরা কোভিড-১৯ এর নতুন রোগীরা বরিশাল সদরের বাসিন্দা। 

জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান জানান, প্রতিবেদন পাওয়ার পর পরই ঐ ৩ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। পাশাপাশি তারা কোন কোন স্থানে যাতায়াত করেছেন এবং কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।  

গতকাল শনিবার পর্যন্ত বরিশালের বাবুগঞ্জে ৮ জন, সদরে ৫ জন, মুলাদীতে ১ জন , হিজলায় ১ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ২ জন, মেহেন্দীগঞ্জে ১ জন এবং বাকেরগঞ্জে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি