ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে সর্দি ও জ্বরে শিশুর মৃত্যু, বাড়ি লকডাউন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:০০, ১৯ এপ্রিল ২০২০

এই বাড়িটি লকডাউন করা হয়েছে- একুশে টেলিভিশন

এই বাড়িটি লকডাউন করা হয়েছে- একুশে টেলিভিশন

যশোরের বেনাপোলে সর্দি জ্বরে আক্রান্ত দুই বোনের এক জনের মৃত্যু হয়েছে। ১১ বছর বয়সের শিশুটি শুক্রবার মারা যায়। এর পরপরই বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে শিশুটি করোনায় আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলি গতকাল শনিবার বলেন, ‘রোববার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হবে। তিনদিন আগে মেয়ের দুটির জ্বর-সর্দি-কাশি হলেও স্থানীয় চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল। শুক্রবার রাতে বড় মেয়েটার ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হলে যশোরে সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।’ জেলার মনিরামপুর উপজেলায় গ্রামের বাড়িতে শিশুটিকে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানান। 
 
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল বলেন, ‘বিষয়টি জানার পরপরই বাড়িটিকে লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি