ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চুনারুঘাটে ১০০ দরিদ্র পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৯ এপ্রিল ২০২০

বিরতণের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করছেন ‘ইউনিটি’ নামের সামাজিক সংগঠনের কর্মীরা- একুশে টেলিভিশন

বিরতণের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করছেন ‘ইউনিটি’ নামের সামাজিক সংগঠনের কর্মীরা- একুশে টেলিভিশন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘ইউনিটি’ সামাজিক সংগঠন। প্রবাসী ও চাকরিজীবীদের সহায়তায় গতকাল শনিবার রাতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ লিটার তেল ও ১টি করে সাবান দেওয়া হয়। 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল আলি শাহীন ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা আব্দুল কাদির সবুজ প্রমুখ। 

দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা এখলাসুর রহমানসহ প্রবাসী ও স্থানীয় চাকরিজীবীরা। ‘ইউনিটি’ সামাজিক সংগঠন প্রতিদিন এক শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি