ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে পিকআপের চাপায় ২ শ্রমিক নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩০, ১৯ এপ্রিল ২০২০ | আপডেট: ০৯:৩২, ১৯ এপ্রিল ২০২০

ফেনীর মানচিত্র

ফেনীর মানচিত্র

Ekushey Television Ltd.

ফেনীতে মাটিবাহী পিকআপ ভ্যানের চাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কিছু দুস্কৃতিকারী অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ ভ্যান যোগে নিয়ে যাচ্ছিলো। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন ২ শ্রমিক। এতে ঘটনাস্থলেই আবদুল আজিজ নিহত হন এবং গুরুতর আহত হন ইমাম হোসেন কানন। পরে আহতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল আজিজ নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা ও ইমাম হোসেন সুনামগঞ্জ জেলার মধ্যমনগর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই  মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায়। 


এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি