ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ত্রাণ নয় ‘উপহার’ নিয়ে দরজায় নড়াইলের স্বেচ্ছাসেবক লীগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ১৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০২০

নড়াইল স্বেচ্ছাসেবক লীগের উপহার পৌঁছে যাচ্ছে অসহায়দের বাড়ি বাড়ি- একুশে টেলিভিশন

নড়াইল স্বেচ্ছাসেবক লীগের উপহার পৌঁছে যাচ্ছে অসহায়দের বাড়ি বাড়ি- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

অসহায় মানুষদের ঘরের দরজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার রাত থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩০০ অসহায় পরিবারকে এ খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। তবে একে ত্রাণ না বলে ‘উপহার’ বলছেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। 
    
জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ফিরোজ শেখ বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এ লক্ষ্যে প্রায় ২০ জন নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। আমাদের উপহারসামগ্রীর প্যাকেটের গায়ে লেখা হয়েছে-আর্ত মানবতার সেবায় আমরা। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ এস এম পলাশ বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের নিজেদের টাকায় দুস্থ ও অসহায় এবং স্বেচ্ছসেবক লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে যারা অত্যন্ত দরিদ্র; তাদের জন্য প্রথম পর্যায়ে ৩০০ খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে সাড়া দিয়ে করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নেতাকর্মীরা রাতের আধারে অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। আমাদের এ কাজে সহযোগিতা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আমাদের পক্ষ থেকে যাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, ছবি প্রকাশ করে তাদের ছোট করতে চাই না। পাশাপাশি সমাজের চিত্তবান ও বিভিন্ন সংগঠনের প্রতি বিনীত অনুরোধ সবাই করোনাযুদ্ধে এগিয়ে আসুন। আর এ খাদ্যসামগ্রীকে আমরা ত্রাণ হিসেবে বিবেচনা করতে চাই না। এটাকে ‘উপহার’ হিসেবে মূল্যায়ন করছি। পরবর্তীতেও আমাদের খাদ্যসহায়তা অব্যাহত থাকবে।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘নড়াইলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। তবুও অনেক অসহায় মানুষের কাছে এখনো খাদ্য সামগ্রী পৌঁছায়নি। যাদের কান্না চলছে নিরবে-নিভৃতে। আমাদের পক্ষ থেকে সেই সব অসহায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি।’

এমএস/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি