ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পাবনার ঈশ্বরদীতে মৃতদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ১৯ এপ্রিল ২০২০

পাবনার মানচিত্র

পাবনার মানচিত্র

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গোয়ালবাথান এলাকায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মৃতদেহটি উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সকালে উপজেলার মুলাডুলির গোয়ালবাথান গোরস্থান সংলগ্ন এলাকায় গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরও জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি স্থানীয় দিনাজ প্রামানিক। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন থানায় গিয়ে তাকে শনাক্ত করে। কি কারণে কার তাকে হত্যা করতে পারে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহত দিনাজ প্রামাণিক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুলতানপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি