ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১৯ এপ্রিল ২০২০

ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারের অংশে অবরোধ- একুশে টেলিভিশন

ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারের অংশে অবরোধ- একুশে টেলিভিশন

ত্রাণের দাবীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। আজ রোববার ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারের অংশে তারা বিক্ষোভ করেন। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী দেয়া হবে উপজেলা প্রশাসনের এমন আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন বিক্ষুব্ধরা। 

স্থানীয়রা জানান, করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে দূর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয়-স্বজনদের মধ্যে চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এলাকাটির মানুষরা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে আসেন। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সমন্ময়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যারা ত্রাণ পাননি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি