ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কামারখন্দে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রহমান মন্ডল (১২) উপজেলার চৌবাড়ি গ্রামের আলকাস মন্ডলের ছেলে।

কামারখন্দ থানার (ওসি) হাবিবুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে স্কয়ার ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানীর একটি ওষুধ সরবরাহের গাড়ি  উপজেলার কৃষ্ণচুড়া এলাকায় পৌছে একটি বাই সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক রহমান মারা যায়। পরে গাড়ি রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি