ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা থেকে খাগড়াছড়ি ফিরেই যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ১৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৫৬, ১৯ এপ্রিল ২০২০

খাগড়াছাড়ি জেলা সদর হাসপাতাল

খাগড়াছাড়ি জেলা সদর হাসপাতাল

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা এক পাহাড়ি যুবকের (২৩) মৃত্যু হয়েছে। সে ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিল। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি সদরের গুগরাছড়ি এলাকার একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারিন্টনে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।

এর আগে গতকাল শনিবার সে ঢাকা থেকে অন্য সহকর্মীদের সাথে খাগড়াছড়িতে আসে। পরে পাঁচজনের সাথে সে ওই বিদ্যালয়ের কোয়ারেন্টিনে ছিল। 

খাগড়াছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্মেই মারমা বলেন, রাতে সে তার পেট ব্যথার কথা অন্যদের জানিয়েছিল।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আপাতত করোনা আক্রান্ত ধরে নিয়েই নিরাপত্তা নিশ্চিত করে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি