ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইটিভির জন্মদিন উপলক্ষে বেলকুচিতে খাদ্য সামগ্রী উপহার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৬, ১৯ এপ্রিল ২০২০

দেশের প্রথম বেসরকারী টেরিষ্টেরিয়াল টেলিভিশন একুশে টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গনমাধ্যমটির সামাজিক সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

রোববার দুপুরে বেলকুচি পৌরসভা চত্তর থেকে বেলকুচি ও এনায়েতপুরে কর্মরত বেকার ১৭ জন পত্রিকা বিক্রেতাদের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস ময়দা, ডাল, তেল, চিনি, লবণ, সাবানের প্যাকেট তুলে দেন। 

এসময় ইটিভির জেলা প্রতিনিধি স্বপন মির্জা, পত্রিকা এজেন্ট দৌলত মন্ডল, ফোরামের সদস্য সাংবাদিক মারুফা মির্জা, বেলকুচি উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইসমাইল শেখ, রাসেল আহমেদ রানা, সাব্বির হোসেন, শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, একুশে টিভির জন্মদিন উপলক্ষে গত ১৪ এপ্রিল একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের তত্ত্বাবধানে এনায়েতপুরের গোপিনাথপুরে আড়াইশ ও এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় থেকে দেড়শ পরিবার সহ আরো ১শ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি