ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত থেকে মৃত ব্যক্তিসহ দেশে ফিরেছেন ৭৯ জন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২০ এপ্রিল ২০২০

এক জনের মরদেহসহ ৭৯ জন ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন- একুশে টেলিভিশন

এক জনের মরদেহসহ ৭৯ জন ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

ভারতে লকডাউনে আটকে পড়া এক জনের মরদেহসহ ৭৯ জন বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারত থেকে ফেরত আসা বাংলাদেশীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। চিকিৎসা ও ভ্রমনের জন্য আগতরা ভারত গমন করেছিলেন। মৃত ব্যক্তি চিকিৎসার জন্য দেশটিতে গিয়েছিলেন বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন (বর্হিঃগমন) পুলিশ। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘বিদেশ ফেরতদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে গেছেন। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা সতর্কতার সঙ্গে ফেরত আসা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন।’ তবে তাদের কারও মধ্যে সংক্রমনের কিছুই পাওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল বলেন, ‘ভারত থেকে ফেরতদের ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছেন এদের যশোর-বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারও শরীরে করোনা সংক্রামণ ধরা না পড়ে তাহলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’

দেশে ফেরা মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলক কুমার মন্ডল। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি