ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:০৯, ২০ এপ্রিল ২০২০

মৃতের শরীরের নমুন সংগ্রহ করতে যায় মেডিকেল টিম- একুশে টেলিভিশন

মৃতের শরীরের নমুন সংগ্রহ করতে যায় মেডিকেল টিম- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার নওশেরা গ্রামের নিজ বাড়ি তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। তার মৃত্যুর পর ঐ বাড়িসহ আশেরপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

মৃত সুকুমার দাসের (৩৫) শরীরের নমুন সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 
  
স্থানীয় পুলিশ জানায়, ঐ ভ্যান চালক মারা যাওয়ার পর মসজিদের মাইকে প্রতিবেশীদেরকে মৃত ব্যক্তির বাড়িতে না যাওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য সোমবার সকালে ঐ গ্রামে যায়। 

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল জানান, মৃতের শরীরের নমুনার পরীক্ষার ফলাফল না  আসা পর্যন্ত ঐ গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন থাকবে। স্বাস্থ্য বিধি মেনে মৃতের সৎকার করা হবে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি