ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক চাপায় পথচারী নিহত

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৬, ২০ এপ্রিল ২০২০

নওগাঁ’র মানচিত্র

নওগাঁ’র মানচিত্র

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের কালাপুকুর ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত দ্বিপু চন্দ্র বর্মন (২৬) উপজেলার পাটিচড়া ইউনিয়নের পাটিআমলাই গ্রামের নিতাই চন্দ্র বর্মনের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার জানান, মহাদেবপুর থেকে ধামইরহাটগামী একটি ট্রাক উপজেলার পাটিআমলাই কালাপুকুর ব্রিজের পাশে পৌঁছালে পথচারী দ্বিপু বর্মনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দ্বিপু গুরুতর আহত হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সকাল ৯ টার দিকে তিনি মারা যান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি