ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪০, ২০ এপ্রিল ২০২০

ঝালকাঠি’র মানচিত্র

ঝালকাঠি’র মানচিত্র

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত বৃষ্টি মালো(১৬) কিছুদিন ধরে জ্বর, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিল বলে পরিবার সূত্রে জানা যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  মুনীবুর রহমান জুয়েল জানান, যেহেতু বিষয়টি সন্দেহজনক। তার শরীরে নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃষ্টির মৃত্যুর পরপরই নলছিটি জুড়ে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার বাবা কৃষ্ণ মালো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী পদে (মাষ্টাররোলে) কর্মরত। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি