ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় করোনা মোকাবেলায় আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২০ এপ্রিল ২০২০

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়- একুশে টেলিভিশন

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

কুমিল্লায় করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রতিনিধি, প্রশাসন, মেডিকেল কলেজ ও বিএমএ’র সদস্যদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কুমিল্লা মেডিকেল কলেজ এর পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল্লাহ আনিস বাকী, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক এ কে এম মোরশেদ আলম প্রমুখ। 

সভায় কুমিল্লায় করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান ও চিকিৎসকদের নিরাপত্তা সামগ্রীর বিষয়ে আলোচনা হয়।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি