ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাশরাফির আহ্বানে দুস্থ্যদের পাশে সিটি ব্যাংক

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৭, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৫৪, ২০ এপ্রিল ২০২০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আহবানে দুস্থদের পাশে দাঁড়িয়েছে ‘সিটি ব্যাংক’। করোনাভাইরাসের দুর্যোগময় মুহূর্তে সিটি ব্যাংক নড়াইলের বিভিন্ন এলাকায় এক হাজার অসহায় পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছে। 

ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। 

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজার আহবানে সাড়া দিয়ে এক সপ্তাহের ব্যবধানে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নড়াইল জেলার এসএসসি ১৯৯৬ ব্যাচের বন্ধুরা এবং ওরিয়ান গ্রুপ। এদের সহযোগিতায় ৫০০ পরিবারকে ইতোমধ্যে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। 

এছাড়া আরও একটি গ্রুপ ৫০০ পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছে। করোনা দুর্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা এমপি।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি