ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ৬৭০ টাকা টিসিবি প্যাকেজে পণ্য বিক্রি 

বাগেরহাট প্রতিনিধি.

প্রকাশিত : ১৭:৫০, ২০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র রমজানকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় সোমবার সকালে থেকে ৬৭০ টাকায় টিসিবি প্যাকেজে পণ্য বিক্রি শুরু হয়েছে।

পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার মোরেলগঞ্জ শরনখোলা মহা সড়কের তিন রাস্তার মোড়ে টিসিবি প্যাকেজ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, এসআই আব্দুল কাদের,মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ। 
 
টিসিবি ডিলার মো. জিয়াউল হাসান জানান, ৬৭০ টাকা প্যাকেজে রয়েছে ৫ কেজি সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল। প্রতি কেজি তেল ৮০ টাকা,,  ছোলা ৬০ টাকা,  চিনি ৫০ টাকা ও মসুর ডাল ৫০ টাকা। ৪০০ নারী-পুরুষকে এ টিসিবি পণ্য দেয়া সম্ভব হয়েছে। যা চাহিদার তুলনায় অনেক কম। 
এ  টিসিবি পণ্য কিনতে উপঁচে পড়া লোক সমাগম হয়।  অনেকে টিসিবি পণ্য কিনতে না পেরে ফিরে গেছে। টিসিবি পণ্য বিক্রি যাতে অব্যহত থাকে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।  

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি