ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তাড়াশে গরীবদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হিজড়া কাজলী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২১, ২০ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় বেকার শ্রমজীবি মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে হিজড়া কাজলী। সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫০ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান সহ স্থানীয় সমাজ পতিরা।

কাজলী জানান, এই সময়ে সবাই যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিৎ। সেই তাড়না থেকে অন্যের দ্বারে-দ্বারে অর্থ সংগ্রহন করে আমি অসহায় মানুষ গুলো কাছে যে দাঁড়াতে পেরেছি এটাই আমার প্রশান্তি। তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি