ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পুলিশের মাঝে পিপিই বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২৮, ২০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা সংক্রামনের মধ্যে জীবন বাজি রেখে মানুষকে নিরাপদে রাখতে নিষ্ঠার সাথে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর থানা পুলিশের জন্য পিপিই উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আহবায়ক ও সাবেক এমপি চয়ন ইসলাম। 

তার পক্ষ থেকে এর আগে শাহজাদপুর থানার জন্য ৮০টি এবং সোমবার দুপুরে এনায়েতপুর থানার জন্য ১১টি পিপিই উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম তুলে দেন। শাহজাদপুর থানার আতাউর রহমান, এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, ওসি তদন্ত কেএম রাকিবুল হুদা গ্রহণ করেন।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, আমরা ঝুঁকি নিয়ে কাজ করলেও করোনা হতে রক্ষার প্রয়োজনীয় কিছু পাইনি। এই অবস্থায় যুবলীগ নেতা চয়ন ইসলাম আমাদের পিপিই সহযোগিতা দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা।

চয়ন ইসলাম জানিয়েছেন, করোনা সংক্রামন ঠেকাতে সরকারের নির্দেশে সর্বাত্বক প্রচেষ্টায় মানুষকে নিরাপদে রাখছে পুলিশ। যদিও নিজেরাই যতটুকু পারছে সাবধানতা অবলম্বন করে তারা কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছে। দেশ ও মানুষের জন্য পুলিশের এই নিরলস পরিশ্রমে আমি পাশে থাকার চেষ্টা করছি। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি