ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনদেরকে খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:৩০, ২০ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থাকা জেলার ৯টি উপজেলার ১হাজার ১৫০জন কর্মহীন মানুষের মধ্যে  বিতরনের জন্য সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার দেয়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

সোমবার দুপুরে পৌর এলাকার পূর্ব মেড্ডায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে চত্বরে উপস্থিত থেকে জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার জন্য এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। প্রতিটি পরিবাররের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও এক কেজি লবন দেয়া হয়।

খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ মেহেদি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুল আলম তাপস, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি