ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এসএমএস করে খাদ্য সামগ্রী পেল ৫`শ পরিবার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে বাড়িতে অবস্থানকারীদের মধ্যে খাদ্য সংকটে পড়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে এসএমএস ও ফোন করে খাদ্য সামগ্রী উপহার পেল ৫ শতাধিক পরিবার।
 
সোমবার বালুতুফা, শুভপুর, পালপাড়া, বানাসুয়া, আড়াইওরা, শাসনগাছাসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবার থেকে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর মোবাইল ফোন, মেসেঞ্জারে এসএমএস করলে সংসদ সদস্যদের পক্ষে জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবক টিম শতাধিক পরিবারকে তাদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ টা সাবান, ৪ টিমাস্ক।

সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার জানান, করোনা পরিস্থিতির কারণে এই পর্যন্ত ৫'শ পরিবার খাদ্য সংকটে পরে এসএমএস ও ফোন করলে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া সাধারণ ছুটি ঘোষণার পর থেকে প্রায় ৯ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি